অন্তিম

খেদ বড়ো তোর অসুখী মন
পাইলি না ধন খায়েশ মতন
জীবন গেলো ধন গড়িতে
কত লাগে তোর..

তুই শূন্য হাতে এসেছিলে;
সকল কিছুই যাবি ফেলে,
সাথে কিছুই যাবে নারে
ডাকে সাড়ে তিন হাত গোর..