সময়

​​আমার জানলা যখন জ্যোৎস্না চুঁয়ায়
​​তোমার তখন ভোর।
​​তুমি ব্যস্ত হবে দিনের আলোয়,
​​আমি বুনবো স্বপন তারায় তারায়
​​সারাটি রাত ভর।
​​
​​তোমার সময় সুখেই যাচ্ছে; যাবে,
​​শুধু জানলে না কেউ তোমায় ভেবে
​​নিঝুম রাতে একলা জেগে সারাটি রাত পার।
​​আমার ক্লান্ত যখন চোখের পাতা
​​তোমার ভাঙছে ঘুমের ঘোর ।
​​​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *