তোমার মন বিবাগী যে কার লাগি,
কারে দুরে বেড়াও খুঁজে?
তারে কেমন করে পাবে দূরে
তোমার মাঝেই যে বিরাজে
তোমার মনের মাঝখানে.
যারে খোঁজো তুমি দিবা নিশি;
যারে ঘিরেই তোমার কান্না হাসি,
যে সকল তোমার চাওয়া পাওয়ায়,
তোমার সকল স্মরণে.
সে জন কখন চুপিসারে আসি
তোমার হৃদয় জুড়ে আছে বসি,
সে চোখের আড়াল তোমার হেলায়
যে ঘুম-জাগরণ; স্বপনে.
তারে কেমন করে পাবে দূরে
তোমার মাঝেই যে বিরাজে
তোমার মনের মাঝখানে…
Leave a Reply