নীলিমার নীল আঁধারে গেলে ঢেকে,
তাঁরা ঝিলমিল আর চাঁদ জেগে থাকে.
নিঃশব্দ মেঘ ভাসে এলোমেলো বায়,
যেন চাঁদ আর মেঘ লুকোচুরি খেলে যায়,
চলো তুমি-আমি বসি পাশাপাশি এই জ্যোৎস্নায়…
যেন প্রণয় প্রহর এই নিঃঝুম রাত,
দুটি হাত শুধু ধরে থাক অন্য দুহাত.
এভাবেই যেন সারা নিশি রাত কেটে যায়,
চোখে রেখে চোখ কথা হোক না বলা কথায়,
চলো তুমি-আমি ভালোবাসাবাসি এই জ্যোৎস্নায়…
