দশক পেরিয়ে যায়
স্বাভাবিক দ্রুততায় ,
দুঃখগুলো সুখগুলো;
হাসি অভিযোগ গুলো
একে একে জমা হলো স্মৃতির পাতায়.
জীবন যাচ্ছে চলে
জীবনের নিয়মেই,
চাওয়া পাওয়া ব্যাবধান
সে আছে সে থাকবেই,
প্রাপ্তি ও অর্জন সেও কিছু কম নয়.
বড় খেদ এধরায় এতো পরে পরিচয়.
দশকেই গোনা শেষ এই প্রেম পরিণয়,
জীবনটা এতো ছোট!
কেন শতক শতাব্দী নয়?