শেষের বেলায়

শুনি মন থেকে চাইলেই সব পাওয়া যায়
সে চাওয়া চাইতে হয় চাওয়ার মতো।
আমিও চেয়েছিলাম;
শুধুই চেয়েছি তোমায়,
কই! হাজার চেয়েও আমি পেলাম না তো ||

যা কিছু চেয়েছি; যারে প্রথম বেলায়
জনাতে পারিনি তারে কিছুই ভাষায়.
বলতে চেয়েছি চোখে যা বলা হয়নি মুখে;
না বলা সে কথা গুলো শোনেনি শুনেও,
পেছনেই ফেলে গেছে অবহেলায় ||

জীবন কি থেমে থাকে; বয়ে গেছে নদী এঁকেবেঁকে
কত চর ডোবে ভাসে, কত ভাঙ্গা গড়া ঢেউ.
শেষের বেলায় এসে যদি পুরোনো সে পিছু ডাকে
অচেনাই থেকে যাক সে ফিরে আসা কেউ.
না চেনার অভিনয় শেষের বেলায় ||