নীলিমার সব নীল নিয়েছো তুমি,
নীলাম্বরী শাড়ি জড়িয়েছো গায়.
তোমায় ছুঁয়েছে বলে উতলা বাতাস,
খোলা চুলে খেলে লুকোচুরি
এলোমেলো করে যায়….
আকাশের সব তাঁরা
যেনো সূখে দিশেহারা
রয়েছে তোমারে ছুঁয়ে
রূপালী নূপুর হয়ে পায় …
নীলিমার সব নীল নিয়েছো তুমি,
নীলাম্বরী শাড়ি জড়িয়েছো গায়.
তোমায় ছুঁয়েছে বলে উতলা বাতাস,
খোলা চুলে খেলে লুকোচুরি
এলোমেলো করে যায়….
আকাশের সব তাঁরা
যেনো সূখে দিশেহারা
রয়েছে তোমারে ছুঁয়ে
রূপালী নূপুর হয়ে পায় …