বিশ্বজিতের খুনিরা সব
বিশ্বজিতের খুনিরা সব
কুত্তা**** পিচাশ,
অন্য কোনো বিচার চাইনা;
কিসাস হোক; কিসাস!!!
প্রিয় বিশ্বজিত,
আমি এক সাধারণ বাংলাদেশী কোনো ক্ষমতাই রাখিনা এ কথা বলার যে তোমার হত্যার বিচার এদেশে হবে, কোনো ভরসাই করিনা যে তোমার খুনিরা আইনের আওতায় আসবে, আমি শুধু অনুভব করার চেষ্টা করসি যে চোখের সামনে সন্তান টুকরো টুকরো হবার ভিডিও ফুটেজ দেখার পর তাদের মনের ভেতরে কি হচ্ছে? চোখের সামনে প্রতিটা পত্রিকায় খুনের দৃশ্য আর খুনির ছবি কিন্তু তারা কিছুই করতে পারছে না এর থেকে কষ্টের আর কি হতে পারে!!!
জানি আমি কখনই কিছু করতে পারব না তোমার জন্য, তবুও শুধু একবার চিত্কার করে বলতে ইচ্ছে করছে,
অন্য কোনো বিচার চাইনা,
কিসাস হোক; কিসাস!!!