দিন শেষে দিয়া
ধীরে আসিছে নিভিয়া,
ত্বরা আঁধারের কোলে যাবে ঢলে.
সাঁঝ আলো শেষে;
কালো রাতের নিকষে
চাঁদ-তাঁরা সাথী হবে নীলাচলে.
চাঁদোয়ায় কেউ জাগি
এক বিগত দিয়ার লাগি
হয়তো রাখিবে না মনে এতটুকু ঠাঁই.
তখনো দিয়া দূর হতে
মায়া জোছনা ঝরাতে রাতে,
জেনো নিজেকে পোড়ানো আলো চাঁদকে বিলায়..