পাপ ও প্রায়শ্চিত্ত

যা দেখি সব জেনে শুনে
বোঝা গেলো এতো দিনে
তুমি আদম সকল নষ্টের গোড়া.
শয়তানের ছলনায় পড়ি
তোমারে ভুলাইছে নারী,
আদি পাপ করাইছে তোমায় দিয়া
যুক্তি বড় খোঁড়া..

ছিল স্বর্গ; সঙ্গী বিবি হাওয়া
নিষেধ ছিল শুধু গন্ধম খাওয়া,
চতুর সাপের ছল বোঝেনাই
সহজ মনের নারী,
আদম তোমার মুক্ত মতি
নিজেই করছো নিজের ক্ষতি,
পাপ মোচনের ইচ্ছা হলে
খোঁজো পাপের গোড়া..