কথা বলতে বলতে
অথবা না বলতে বলতে,
সব কথা ফুরোবে একদিন।
একসাথে পথ চলতে চলতে
অথবা না চলতে চলতে,
পথ চলা থেমে যাবে একদিন।
অথবা কথারা হয়তো ফুরোবে না,
হবে নতুন মুখেরা মুখর;
শুধু আমার কথারা হারাবে হৃদয় গহীন।
হয়তো পথ চলা থেমে যাবে না একদমই,
শুধু নতুন পথে শুরু;
যেখানে আমার পায়ের ছাপ হঠাৎই বিলীন।
অযাচিত কেউ ধীরে এভাবে হারায়,
যেভাবে হারায় চেনা মুখ ; কথা বলা,
পথ চলা অথবা পরিচয়ও।
হয়তো এভাবেই সকলের ভিড়ে হারাবো আমিও.
হয়তো ভুলে যাবে সবাই; কিংবা ভুলতে চাইবে,
তারা; তোমরা; এমন কি তুমিও।
তবুও অসম্ভব বিশ্বাসে বিশ্বাস করি,
যতই ভুলতে চাও অথবা ভুলে যাও,
তখনো নীরবে অবশিষ্ট আমি রয়েছি কোথাও।
চাওয়া কিবা না চাওয়ায়; উচ্ছিস্ট ভালোবাসায়;
আঘাতে বা অন্তত ঘৃনায়,
তোমরা অথবা তুমি
স্মৃতিতে আমার অস্তিত্ত্ব জানিও।