ভাবতাম শুধু আমিই রেখেছি মনে
হৃদয়ে সঙ্গোপনে
অনু অনু স্মৃতি গুলো এখনো সবুজ
জানলাম এতদিনে
কেউ আজো কোনোখানে
সুযোগে, সামাজিকতার ছলে
জিগাসে আমার খোঁজ…
ভাবতাম শুধু আমিই রেখেছি মনে
হৃদয়ে সঙ্গোপনে
অনু অনু স্মৃতি গুলো এখনো সবুজ
জানলাম এতদিনে
কেউ আজো কোনোখানে
সুযোগে, সামাজিকতার ছলে
জিগাসে আমার খোঁজ…