বাণী কাব্য

(১)
সব জাতি পায় খনি
শুনি সোনা, রুপা, হীরার,
আর এই অভাগা জাতি পেল
বিশাল খনি চোরার…

(২)
তুইতো বাবা নেতা
তোর গলায় অনেক জোর
শোন বলি কি;
লাভ কি করে শোর?
সামনে পিছে চোরা;
চোরা ডাইনে বায়ে তোর,
আর আয়নার ভেতর যারে দেখো
সে বেটাও চোর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *