প্রভু ক্ষমা করো আমায়
প্রভু, ও প্রভু ক্ষমা করো আমায়
কখনো ডাকিনি তোমায়
আজ তুমি ছাড়া কেহ নাই,
প্রভু, ও প্রভু ক্ষমা করো আমায়
প্রভু, ক্ষমা করো এ অধম আমায়
শোন আমার এ ফরিয়াদ
ফিরিয়ে দিওনা আমায়
আমার এ মিনতি ভরা দুহাত,
জানি আমি বড় গোনাহগার আর প্রভু তুমি ক্ষমাশীল অপার
প্রভু, ও প্রভু ক্ষমা করো আমায়..
প্রভু, ক্ষমা করো এ অধম আমায়
প্রভু, ও প্রভু ক্ষমা করো এ অধম আমায়
শোন আমার এ ফরিয়াদ
ফিরিয়ে দিওনা আমায়
আমার এ মিনতি ভরা দুহাত,
প্রভু, ও প্রভু ক্ষমা করো আমায়
প্রভু… প্রভু … জানা-অজানা যত ভুল
ছোট-বড় যত পাপ
ক্ষমা করে দাও, এতো হৃদয়ের ফরিয়াদ
জানা-অজানা যত ভুল
ছোট-বড় যত পাপ
তুমি ক্ষমা করো হে প্রভু, এতো হৃদয়েরই ফরিয়াদ
জানা-অজানা যত ভুল
ছোট-বড় যত পাপ
তুমি ক্ষমা করো হে প্রভু, তোমাতে উঠায়েছি দুটি হাত
ক্ষমা করো হে প্রভু, প্রভু দাও মোরে শুভ পথ…
কার্টেসি: জনি ক্যাশ